বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

গুঁড়িয়ে দেয়া হলো যুবলীগ নেতার ‘পার্টি অফিস’

  •    
  • ২৩ ডিসেম্বর, ২০২০ ২২:২৮

পিন্টু সম্প্রতি বলেছিলেন, ‘খালে অন্যরা ঘর তুলে রেখেছে বলে আমিও তুলেছি। প্রথমে ভেবেছিলাম নিজে দোকান করব। কিন্তু অনেকে আমার পিছে লেগেছে। এখন চিন্তা করেছি পার্টি অফিস করব। এ কারণেই ব্যানার লাগিয়ে দিয়েছি।’ 

ব্রাহ্মণবাড়িয়ার কসবা পৌর এলাকার খালের উপর নির্মিত পৌর যুবলীগের সহ-সভাপতি খন্দকার মো. দিদার হোসেন পিন্টুর আলোচিত ভবনটি ভেঙে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত, যেটির সামনে ‘বাংলাদেশ আওয়ামী লীগ পার্টি অফিস’ ব্যানার টানিয়েছিলেন তিনি।

বুধবার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রে হাসিবা খান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ভবনটি ভেঙে দেন। অভিযানে খালের উপর নির্মাণ করা আরও দুটি দোকান ঘর সরিয়ে ফেলতে মালিকদের নোটিশ দেয়া হয়।

স্থানীয়রা জানিয়েছেন, যুবলীগ নেতা পিন্টুকে গুরুহিত গ্রামে খালের উপর ভবনটি নির্মাণ করার সময়ই বাধা দিয়েছিল উপজেলা প্রশাসন। তখন তিনি নির্মাণাধীন ভবনে ‘বাংলাদেশ আওয়ামী লীগ পার্টি অফিস’ লিখে ব্যানার টানিয়ে দেন। এ ব্যাপারে জানতে চাইলে পিন্টু সম্প্রতি বলেছিলেন, ‘খালে অন্যরা ঘর তুলে রেখেছে বলে আমিও তুলেছি। প্রথমে ভেবেছিলাম নিজে দোকান করব। কিন্তু অনেকে আমার পিছে লেগেছে। এখন চিন্তা করেছি পার্টি অফিস করব। এ কারণেই ব্যানার লাগিয়ে দিয়েছি।’ ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী হাসিবা খান বলেন, ‘মৌখিক নির্দেশের পরও তিনি দোকান না ভাঙায় বুধবার সকালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দালান ঘরটি ভেঙে দিয়েছি। অন্য দুটি দোকান মালিককে তাদের ঘর সরিয়ে ফেলতে নির্দেশ দেয়া হয়েছে।’

এ বিভাগের আরো খবর